জীবন যেন এক অদৃশ্য বৃত্ত,
শুরুর বিন্দুতে ঘুরে ফিরে আসে।
পায়ে বাঁধা নিয়তির দড়ি,
এগোতে চাইলেও থেমে যায় মাঝপথে।
আশা ও হতাশার বৃত্তে বন্দি মন,
প্রেম, ঘৃণা, সুখ আর দুঃখের প্রতিধ্বনি।
যতই ছুটে যাই, পাড়ি দিই অজানা পথ,
শেষে দেখি, আবার একই কেন্দ্রে ফিরে আসি।
চন্দ্র সূর্যের ঘূর্ণন যেমন,
আমাদের ভাবনা তেমনি বৃত্তাকারে বাঁধা।
স্বপ্নের পাখি উড়তে চায় আকাশে,
কিন্তু বাঁধা পড়ে নিজের আঁকা সীমানায়।
এই বৃত্ত কি মুক্তির পথ, নাকি ফাঁদ?
মানুষ কি তবে বন্দি তার নিজের ছায়ায়?
অথবা এই বৃত্তই জীবনের ধারা,
যেখানে শুরু আর শেষ মিলে যায় একাকার?
তবু বৃত্ত ভাঙার তৃষ্ণা অমোঘ,
অজানা দূরত্বের টানে পথচলা।
কিন্তু সত্য যে চিরন্তন, অমীমাংসিত,
জীবন বৃত্তের ভেতরেই খুঁজে পায় পূর্ণতা।