আমি অনেক খুশি,
যেমন খুশি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা একলা বটগাছ,
যার ছায়ায় কেউ আসে না, বিশ্রাম নেয় না,
তবু সে দাঁড়িয়ে থাকে নির্বাক প্রতীক্ষায়।

আমি অনেক খুশি,
যেমন খুশি শীতের রাতে পথশিশুরা,
যাদের শরীরে নেই কাঁথার উষ্ণতা,
শুধু প্রত্যেক রাত যায় একটা সূর্যের অপেক্ষায় ।

আমি অনেক খুশি,
যেমন খুশি ডানাহীন এক বিহঙ্গ,
যে মুক্ত আকাশ চেনে, উড়তে জানে,
তবু শেকলে বাঁধা পাষাণ বাস্তবতায় উড়তে পারেনা।

আমি অনেক খুশি,
যেমন খুশি সেই শেষ বিকেলের রোদের রেখা,
যে জানে, অন্ধকার গ্রাস করবে তাকে,
তবু এক মুহূর্তের জন্য পৃথিবীকে রাঙিয়ে যায়।

আমি অনেক সুখী,
যেমন সুখী ডালে ঝুলে থাকা শুকনো পাতাটি,
যে জানে, বাতাস আসবে, তাকে নিয়ে যাবে,
তবু সে অপেক্ষায় পুনর্জন্মের, আরেকটি বসন্তের।

আমি অনেক খুশি,
যেমন খুশি বুকচেরা কান্না লুকিয়ে রাখা এক প্রেমিক,
যে জানে, প্রিয়তমা ফিরবে না আর,
তবু রোজ পুরোনো রাস্তার ধুলোয় পায়ের চিহ্ন খোঁজে।

আমি আজ অনেক সুখী,
যেমন সুখী একাকী কবরে ঘুমিয়ে থাকা ক্লান্ত ভ্রমণকারী,
যন্ত্রনা নেই, কান্না নেই, অভিমান নেই,
দুঃখ শুধু একটাই - আমার কোনো দুঃখ নেই।।