তারপর বহুদিন পর,চোখে চোখ পড়ল তোমার
ছাড়া পেল বেদনা, ছুটি হলো বাসনার।
আমি না আচ্ছা বেহায়া জানো!, তাইতো অন্তহীন প্রস্তাবে জাপটে ধরেছি, প্রত্যাখ্যান মানিনি শুধু মিনতি করেছি!

এ নিস্ফল নিবেদন জানি তোমাকে টলাতে পারবেনা,
তবুও মন মানে না, মন সে তো মানবেনা।
হয়তো হেঁটেছি পাশাপাশি দেখেছি ছায়ার মিলন,
সে তো ক্ষণিকের স্বপন, নয় তা আজীবন।

শোনো ভালোবাসি,সত্যি ভালোবাসি,
চেয়ে দেখো, তোলো চোখ।
তুমি ভালোবাসোনা -বাসবেনা
এ সত্য তবে মিথ্যে হোক।

কি যেন একটা হাহাকার, স্তব্ধতায় হৃদপিন্ডের ধপধপানি।
শুনতে পাচ্ছো?
গুমরে ক্রদনের সেই স্তব্ধ ধ্বনি,
কান পেতে শোনো গভীর নিমগ্ন মনে শুনবে।

অন্তরাত্মার বেদনা মিশ্রিত আর্তচিৎকার,
না-ই-স; দোহাই তোমার!
হাত বাড়িয়েছি কথা দাও পরম ক্ষমায়;
ভালোবাসবে তুমিও একদিন, সেই অপেক্ষায়।