তোমায় কবিতার মতো ভালবাসি—
ভোরের প্রথম শিশিরে যেভাবে
সূর্যের আলো খেলে যায় পাতার গায়ে,
ঠিক তেমন নরম করে ছুঁয়ে যাই তোমাকে
মনের এক অপ্রকাশিত কাব্যে।

তোমায় ভালবাসি
জ্যোৎস্নার মতো—
নিভৃতে পড়ে থাকা ঘাসের ডগায়
যেভাবে চুপিচুপি জড়ায় শুভ্রতা,
তেমন করে তোমার চোখের ভাষায়
আমি লুকিয়ে রাখি হাজার চরণ।

তুমি যখন হাঁসো,
মনে হয় দখিনা হাওয়া
শিমুল গাছের পাশে দাঁড়িয়ে
গান গাইছে ফাল্গুনের—
তোমার একেকটি হাসি
আমার ছন্দ হারানো দিনকে করে তোলে সংগীত।

তোমার অভিমানে দেখি আমি
পাহাড়ি মেঘের রাগ—
অথচ জানি, সেই মেঘ শেষে
একদিন বৃষ্টি হয়ে নামবে আমার কাঁধে।

তোমায় ভালবাসি
ঠিক যেমন নদী ভালবাসে তার তীরে,
চোখে না পড়লেও টানে প্রতিনিয়ত,
ভাসায় নিজের সমস্তটুকু
তার সাহসে, তার দোলায়, তার নীরবতায়।

তুমি আমার বসন্ত—
ফুটে ওঠা শিউলির মত হঠাৎ,
আবার ঝরে পড়া কুন্দফুলের মতো মৃদু,
তবু প্রতিবারই তোমাকে দেখলে
মনে হয়— নতুন করে প্রেমে পড়লাম।

তোমায় কবিতার মতো ভালবাসি—
পড়লে মন ভরে যায়,
বুঝলেও না বুঝলেও
হৃদয়ের কোনো কোণে
চিরদিনের জন্য তোমার নামটুকু থেকে যায়।