মন খারাপ করে আছো?
বললাম তো ঘর বেধে দেবো,
বারান্দার দক্ষিণে একটা হিলনে থাকবে
যেখানে তুমি দোলাবে, হাসাবে
আমাদের ফুটফুটে কে!

গরু থাকবে, দুধ থাকবে
ছোট্ট একটা পুকুরও থাকবে,মাছ থাকবে
পুকুরে দুইটা হাস থাকবে, সাদা রাজহাঁস।
ক্লান্ত দুপুরে তুমি তাদের জলকেলি দেখলে।

বড় আমগাছটার নিচে বসার মত
একটা চৌকি পেতে দিবো,
বসে বসে রাতের আকাশ,জোনাকি আর  
পূর্ণিমা দেখবে ,তারা গুনতে গুনতে
ঘুমালে বুকের বাম অলিন্দে!

নৌকা বাইতে পারি। তোমারে নিয়ে ঘুরবো
বাড়ির পেছনের ওই পদ্মের বিলটায়। বরষায় ভিজলে
বারণ দিবো না,জ্বরে সারারাত চুল সরিয়ে জল দিব।
গুনগুনিয়ে তোমার প্রিয় গান গাইবো! আর তোমারে ভালো
করে দেওয়ার জোর আবেদন জানাবো অন্তর্যামীর কাছে।

ছোট একটা ফুলের বাগান করে দেব;
কয়েকটা প্রজাপতি আর ফড়িং
খেলবে সেখানে; গন্ধরাজের গোধূলিতে।
ঘাস ফুলের নোলক আর দুর্বার পায়েল বানাবো তোমার।

তুমি শুধু তোমার হাতটা দিও
আমি তোমায় পৃথিবীর সমস্ত সুখের অনুষঙ্গ
উপহার দিবো ;কথা দিলাম।
ভাত আমি নিজেই রান্না করতে পারি,
তুমি শুধু মশারী দিও ওটা আমার ভারি বিরক্ত লাগে।

মন ভার? আরও অনেক কিছুই
আছে দেয়ার মত, বিশ্বাস করো
এসবের কিছু  তোমাকে বেঁধে রাখার
প্রলোভন নয়, তুমি চাইলে মুক্তও করে দেবো,
তোমাকে ভালোবাসার পূর্ণ স্বাধীনতায়!