এমন ভাবে যেতে নেই,
যেখানে পায়ের চিহ্নও পড়ে না ধুলোয়,
যেখানে বিদায়ের শব্দটুকুও
বাতাসে মিলিয়ে যায়, নিঃশব্দ শোকগাথায়।

এমন ভাবে যেতে নেই,
যখন অপেক্ষার দুয়ার এখনো খোলা,
যেখানে চোখ দু’টি আজও জ্বলে
অপূরণীয় স্বপ্নের প্রদীপ হয়ে।

এমন ভাবে যেতে নেই,
যখন কিছু প্রশ্ন রয়ে যায় জবাবহীন,
যখন হৃদয় পোড়ে, অথচ
শেষ আলিঙ্গনটুকুও বাকি রয়ে যায়।

এমন ভাবে যেতে নেই,
কারণ সময় পেছনে ফেলে যায় স্মৃতির কাঁটা,
যা হৃদয়ে রক্ত ঝরায়,
কিন্তু কোনো দিনও শুকায় না!

এমন ভাবে যেতে নেই,
যখন প্রতিটি রাত, পিষে নেয় সারা দিনের স্মৃতি,
যখন ভাঙ্গা শ্বাস, ক্ষত বিছিয়ে দেয় অস্তিত্বে,
যেখানে যন্ত্রণা জ্বালিয়ে দেয় শিরা-উপশিরায়।

এমন ভাবে যেতে নেই,
যখন চাঁদও অন্ধকারে হারিয়ে যায়,
যেখানে শূন্যতা নিজের ঘর বাঁধে,
অথচ তাকে উড়িয়ে দিতে কোনো বাতাস নেই।