মহাসংকটে আজ,
মানবতার শিরদাঁড়ায় চিড় ধরেছে—
চেতনার ছাদে জমেছে ধূলি,
আলোকের প্রতিমূর্তি আজ নিজেই
অন্ধকারে ঢেকে যায়।
শব্দেরা থরথর কাঁপে,
যেন তারা জানে,
এই দহন শুধু দেহে নয়—
অস্তিত্বে, আত্মায়, ইতিহাসে।
একটি পুরাতন ঘণ্টা
ভাঙা মন্দিরে একাকী বাজে,
সে জানে, প্রার্থনা আর আসে না।
মহাসংকটে আজ,
বুকের ভেতর ভাষাহীন আহাজারি,
চোখের পাতায় যুদ্ধের ছাপ,
আর ঠোঁটের কোণে আধভাঙা স্বপ্ন
চুপ করে বসে আছে।
যতটুকু বাঁচি, ততটুকু মরেছি—
আর যতটুকু মরেছি,
তার চেয়েও বেশি জীবনের আকাঙ্ক্ষায় জ্বলেছি।
শত সহস্র স্বপ্নের বিসর্জন,
ধ্বংসের ধ্বনিতে মিশে গিয়ে বলে—
"এ পৃথিবী এক মহাসংকট"
যেখানে মানুষ আজ
নিজের প্রতিচ্ছবিতেই ভয় পায়।