প্রতিশ্রুতি করলে তুমি
   ছাড়বে না কভু হাত
আজকে কেনো একা একা
    কাটাই শূন্য রাত।

চৌকাঠটা ডিঙ্গিয়ে ছিলাম
পায়ে দুধে আলতা ছাপ
  কেটে গেলো বহু বছর
     কত রকম ধাপ।

কোনটা তবে মিথ্যা ছিলো
    আগেরটা না আজ
জীবন দুয়ারে আসলো নেমে
    আঁধার ভরা সাঁঝ।

    **********
       *******
          ****
             *