ভ্রুণেরা কাঁদে
     শম্পা ঘোষ

     যে ফুল তুমি
   দিলে না ফুটিতে
   তবে কেনো তুমি
    বসালে মাটিতে
     প্রণয়ের খেলা
   করো হেলাফেলা
     খুড়েছো মাটি
    করছো রোপণ
    সব কিছু কেনো
     রহিল গোপন
   ক্ষিদে নিয়ে আজ
  করো নাকো কাজ
   পৃথিবীতে দেখো
    কত প্রাণ কাঁদে
   পড়ে আছে তারা
     মৃত্যুর ফাঁদে
     কত বাগানে
  ফোটেনা আর ফুল
  কোরো না তোমরা
   এমন তর ভুল।

   *******
     *****
       ***
         *