ভোট দাও আমাকে,এক মুঠো হাসি দেবো তোমাকে
শম্পা ঘোষ
দিদিটাকে নিয়ে বেশ ঝামেলায় পড়লাম তো?
সে আবার অতীতের খেলায় মেতেছে...
কবে পাঁচু দার সাথে প্রেম করেছিলো,
কেমন করে তাকিয়েছিলো,
পাঁচু দা কেমন করে চুলের বিনুনী ধরে টেনেছিলো,
ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি...
এই কথাগুলো বলে যাবে
আর শুনতে হবে...
না শুনলে ফেসাদে পড়বে,
ওর মুখের বুলি যা...সবাই অতিষ্ঠ,
এইভাবেই চলছে,
শুনেই যাচ্ছি আর শুনছে সকলে
কারণ ওর হাতেই তো সংসারের চাবিকাটি,
পাহারাদার,কাজের লোক সবাই বশীভূত,
না হলে খাওয়া বন্ধ...
আর চলবে কতদিন
অনেক দিন সহ্য করেছি,
এবার বলি দিদি আগে বাড়াও...
না হলে সংসারের উন্নয়ণ হবে কি করে?
তাই ঠিক করলাম আর নয়,
নেমেই পড়লাম প্রতিপক্ষ হয়ে...
আমি জানি সে জাল বিছিয়ে রেখেছে
বিশাল তার নেটওয়ার্ক...ক্ষুদি পিসী,ক্ষান্ত মাসী,
চাঁপার মা ও কুমলীর, নজর এড়িয়ে
পারবো কি জিততে?
পারেন তো ভোট দেবেন,
পিছনে ফিসফিস না করে...
ভোটের চিহ্ন হাসি
ভোট দিয়ে নিয়ে যান,এক মুঠো ভরে।
*****************
**************
***********
%%%%%%
%%%%
৳৳৳৳
@
?