ভোরের পাখি করে ডাকাডাকি
       শম্পা ঘোষ

ভোরের পাখি জাগিয়ে দিলো ভাঙিয়ে দিলো ঘুম
সাড়া ফেলে দেয় পাড়াটি জুড়ে এমন ডাকার ধুম
           সবাই বলে কোন সে পাখি
           এবার তারে দেখি দেখি
নিজের মনে গান গেয়ে যায় হাম অর তুম,হাম অর তুম।

     **********************
        ******************
           ***************
                ***********
আমার লেখাটি আসরের সবার প্রিয় দাদা,সদস্য কবি প্রবীর চ্যাটার্জী(ভোরের পাখি)কে উৎসর্গ করলাম।