ভিশন অফ ২০২০
শম্পা ঘোষ
সুস্বাগতম ২০২০
ভিশন হোক ক্লিয়ার
সুগন্ধে ভরুক সবার
মনের ভিতর ফ্লাওয়ার।
দৃষ্টি তোমার স্বচ্ছ হোক
সামনে চলার পথ
এগিয়ে চলো নির্ভয়ে
নিয়ে মনোরথ।
সংখ্যা কেবল বেড়েই যাবে
থাকবে নাতো থেমে
"গত"র হিসাব থাকবে শুধু
স্মৃতি ভরা ফ্রেমে।
হিংসা নয়,বিদ্বেষ নয়,পাপ নয়,ঘৃণা নয়
মনকে করো শুদ্ধ
শপথ নাও আজ সকলে
করবে নাকো যুদ্ধ।
বাঁচবো সবাই নতুনভাবে
আসুক নতুন ভোর
ভালোবাসায় ভরাও হৃদয়
আসুক মোর এন্ড মোর।
***********
********
*****
*
গোটা কবিতার আসরের পরিবারকে জানাই আমার আলো ঝলমলে ২০২০র শুভেচ্ছা।
সুস্থ,সবল,হাসি,খুশি,আনন্দে ভরে উঠুক সকলের জীবন এটাই আমার হৃদয়ের ইচ্ছা।