ভিজছে আমার মন
শম্পা ঘোষ
শ্রাবণেরই কালো মেঘে
ঝাপিয়ে এলো বৃষ্টি
ঝাপসা হলো ক্লান্ত গ্লানি
হারিয়ে গেলো দৃষ্টি।
ঝমঝমঝম মুষলধারে
গলছে অভিমান
গরম গরম রাগগুলো সব
কখন হলো ম্লান।
ভিজছে মাটি আবেগ ভরে
স্যাঁত স্যাঁতে হয় বুক
সোঁদা গন্ধ নিচ্ছে লুটে
সতেজ সবুজ মুখ।
কদম ফুলের ভালোবাসা
ঝরছে ফোঁটায় ফোঁটায়
সৌন্দর্যে উঠছে ফুলে
তারই বোঁটায় বোঁটায়।
চাঁদের আলো লুকিয়ে আছে
শ্রাবণ ধারার ভিড়ে
তুমি আমি ভিজতে থাকি
সারা রাতটি ধরে।
ভিজছে দেখো দোপাটি,কেয়া
কামিনী,জুঁই,কাঞ্চন
মৌমাছিরা গুনগুনিয়ে
করছে কত গুঞ্জন।
আনন্দ আজ ঝাপটা দিয়ে
সিক্ত করছে মন
শ্রাবণ তুমি বর্ষা হয়ে
ঝরাও সারাক্ষণ।
****************
*************
**********
*******
*****
!!!
!