ভাষাহীন পান্ডুলিপি
শম্পা ঘোষ
কেউ নেই কেউ নেই
ভাষাহীন সংসারে
ভাষা এলে উড়ে যাবে
ফু দিয়ে ফুৎকারে।
এই মুখে ভাষা কেনো
বলতে যে ভয় পায়
গলাটিপে চুপ করায়
অন্যরা কথা কয়।
বাইকে চেপে ঘোরে
ভোট দাও ভাইকে
ভাষা আজ বন্দী
প্রচার তো মাইকে।
ভাষাকে মান্য
করে বলো কয় জন
স্বাধীনতা পেয়ে দেশে
গজিয়েছে শত ডন।
ঝুড়ি ঝুড়ি ভূরি ভূরি
মিথ্যা আর কাগজে
নেতাদের ভাষাখানি
ভরা থাকে মগজে।
ভাষা নিয়ে করে খেলা
জনগণ দেখে সব
মোহ বসে ভোট দেয়
তোলে নাকো কোনো রব।
হৈ হৈ হুল্লোড়
চারিদিকে চিৎকার
ভাষা দিয়ে ভোট কিনে
জনতার অধিকার।
অধিকার বোঝো তবে
বোঝো কেনো দেরীতে
ফয়দা লুটে নেয়
ভরে ফেলে বাড়িতে।
টাকা টাকা কাড়ি কাড়ি
গাড়ি বাড়ি মসনদ
ক্ষমতা পেয়েছে হাতে
পেয়ে গেছে সব সনদ।
জনতার মুখ হাড়ি
বুকখানি চাপড়ায়
আসনে বসে যারা
সব সময় দাবড়ায়।
বারবার আসবে
বারবার ভাববে
ভোট নিয়ে এই খেলা
কে মুখ খুলবে?
******************
**************
**********
*******
??????
???
*