উত্তর দাও
শম্পা ঘোষ
ভালোবাসা কি শুধুই অন্ধ
ধৃতরাষ্ট্রের মত দু চোখ বন্ধ?
চোখ বুজে তুমি দেখলে না পাপ
ছেলের কুকর্মে বংশের শাপ!
না পাওয়াই কি সৃষ্টি করে মানুষের মনে ক্ষোভ?
নাকি অনেক পেতে পেতে মানুষের মনে জন্মায় লোভ?