উন্মুক্ত আমার আকাশ
শম্পা ঘোষ
টক,ঝাল,তেতো,মিষ্টি
সবই আছে পৃথিবীতে...এই পৃথিবীতে...
তবে,কে কিসে আসক্তি
এটা ঠিক করে দেবে কে?
তুমি,আমি না ওরা,
সময় চলে যায় ভাবতে,ভাবতে...
কতটা ফুললে
লুচিটা লুচি হবে
এটা তো কেউ বলেনি আমাকে
কেমন করে রাঁধতে...হবে রাঁধতে...
তবুও ময়দা মাখছি,
বেলছি,ভাজছি
চেষ্টা করছি যতটা ফোলাতে...ফোলাতে...
আমি শুধু বসে দেখি কত কিছু
শান্তি বিলাতে...বিলাতে...
আর কত মানুষ
সময় করছে অপচয়
ফন্দি আঁটছে কষে
দিনেরাতে শুধু... দিনেরাতে...
চলছে আপ্রাণ প্রচেষ্টা
যেনো তেনো প্রকারে
হবে ফাঁসাতে...ফাঁসাতে...
অন্যায়কে বগলে জাপটে
ওরা মেতে উঠে
অট্টহাসিতে...অট্টহাসিতে...
টিভির পর্দায়,খবরের কাগজে
চোখ চলে যায়
বোলাতে...বোলাতে...
এইভাবে সময় যাচ্ছে চলে
দেখতে...দেখতে।
*************
***********
*********
*******
*****
!!!