তুলসীরে তুই বাঁচ
       শম্পা ঘোষ

  আমার উঠোন নিকানো চিকন
      মাঝখানে তুলসীতলা
  শঙ্খ বাজিয়ে করি আরাধনা
      সকাল সন্ধ্যাবেলা।

                 মাটির প্রদীপ সরিষার তেল
                    পাকানো সলতে খানি
                 জ্বলজ্বল করে জ্বলছে দেখো
                         দিচ্ছি উলুধ্বনি।

  ঘোমটা তুলেছি মাথার উপর
     আবরু রেখেছি ধরে
   দু হাত দিয়ে প্রণাম করি
      আনন্দে মন ভরে।

                   ছোট্ট বেদীতে দিয়েছি গুঁজে
                        সুগন্ধের ধূপকাঠি
                  চারিদিকে তা ছড়িয়ে পড়েছে
                     লেপে নিয়েছে যে মাটি।

  ঘটিতে করে জলটি ঢালি
    গলাতে কাপড় দিয়ে
তুলসী গাছটি উঠেছে বেড়ে
     কখন মাটিকে ছুঁয়ে।

                      সবুজ সবুজ ছোট্ট পাতায়
                        ছেয়ে গেছে আজ গাছ
                     আমার উঠোনে তুলসীরে তুই
                           আনন্দ করে বাঁচ।

  একটি পাতায় হবে উপকার
     শোনো গো বিশ্ববাসী
   মশা,মাছি যাবে গো দূরে
     খেলে বন্ধ হবে হাঁচি।

    ************
       *********
          ******
            ****
              **
               *