টুকরো টুকরো কথা পড়ছে যথা তথা
শম্পা ঘোষ
(১)...পেঁয়াজের খোসা তুমি ছাড়িয়েছো ভালো
তবুও চোখে জল কেনো আসে বলো
জীবনটা সেই রকম সালফারে ভরা
কখনো বৃষ্টি পড়ে কখনো বা খরা।
(২)...ভুল যে দেখো মনের কোণে
বাসা বাধে অযতনে
ঠিক ঘুন ধরা এক কাঠের চেয়ার
ঝাঁঝরা করে ভেতরটা তার
টুকরো হয়ে পড়বে খসে
একটু পরে অবশেষে।
(৩)...প্রেম নয় গো পাকা আম
খাবে বসে হাম হাম
প্রেম হচ্ছে ছেঁড়া কাঁথা
জমানো আছে জীর্ণ ব্যথা
স্পর্শে স্পর্শে মাখামাখি
আলতো গায়ে ঢাকাঢাকি
রঙ যে তার গেছে চটে
গায়ে কত রোয়া ওঠে
গন্ধ তার কাছে টানে
বিলিয়ে দেয় আপন মনে।
**************
***********
*********
*******
****