(১)টোপিয়ারী
শম্পা ঘোষ
ভাবনারা বড়ই প্রাসঙ্গিক-
তাই বারবার বদলে যায়...
যতই ডালপালা ছড়াক না,
ওকে ছাঁটতে ছাঁটতে
টোপিয়ারীর রূপ দিতেই ব্যস্ত...
যদি কারোর চোখে পড়ে,
ভালো লেগেই যাবে।
*****
*
"৩-১-২৩"
(২) শাশ্বত আক্ষেপ
শম্পা ঘোষ
নিশি আর প্রভার জীবনে
আক্ষেপ থেকেই গেলো,
ওদের আর মিলন হলো না।
*******
***
"৩-১-১৬"
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
দ্বিতীয় টি ধ্রুব সত্য
প্রথম, রূপ নিয়ে ত্রস্ত !!
খুবই সুন্দর !!
অনেক শুভকামনা কবি।
অতুলনীয় কাব্যিকতায় মুগ্ধ হলাম।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক-অনেক শুভ কামনা রইল।
নিশি আর প্রভার মিলন সত্যিই কোনদিন হয়/হবে না!
প্রথম টি এক দুর্দান্ত জীবন বোধের রূপক।
পবিত্র ‘ঈদুল আজহা’র
অন্তহীণ শুভেচ্ছা রাখলাম আপনার জন্য!
সুস্থ্য থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন, সব সময়!
অভিজ্ঞতায়
নইলে মরতে হবে
অদূরদর্শিতায়।
দাঁড়িয়ে উল্টো মুখে
চাক্ষুষ নেই,
পাশাপাশি থাকি বটে
মিলমিশ নেই।
দুটোই গভীর অর্থবহ রূপক কবিতা।
শুভেচ্ছা জানাই নিরন্তর, প্রিয় কবিবোনকে।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক
শুভসন্ধ্যা , শুভেচ্ছা অশেষ প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।