তোমাকেই আঁকড়ে ধরি
শম্পা ঘোষ
না বলা কথারা কেনো যে খাতা খোঁজে?
ওই যে মুক্তি চায় ওরাও যে বোঝে।
কত অস্থিরতা বাতাসের মত গতি,
কিছু স্বপ্ন গড়ে উজ্জ্বলময় জ্যোতি।
ঝর্ণা ধারায় বয়ে চলে কুলকুল,
অবাধ্য নুড়িরা জোট বাঁধে প্রতিকূল।
বৃক্ষ,লতায় ভরে ওঠে বারবার,
কোথা থেকে হলো উৎস খুঁজি না আর?
রক্ষণশীল মননে ব্যস্ত গ্রন্থমালা,
অজান্তে কখন দিয়ে দেয় দেখি তালা।
নতুন রচনায় পাঠশালা খুলে বসি,
বাক্যে বাক্যে কষাকষি আর ঘষি।
খাতা খুলে দেখি পরীক্ষার এ কি ফল?
মুখ বুজে রই মুছে ফেলি চোখে জল।
কখনো কথারা বোবা হয়েও মুখ খোলে,
তাইতো খাতায় কলমের কালি গলে।
কথার কথারা জায়গা খোঁজে রোজ,
বন্ধু তুমি সইবে কি এর বোঝ?
প্রাণহীন এই ছোট্ট সাদা খাতা,
তোমার বুকে রইল গোপন কথা।
ধন্যবাদ তোমাকেই দিয়ে গেলাম,
হালকা হওয়ার আশ্রয়টুকু পেলাম।
কৃতজ্ঞতার বন্ধনে বাঁধা পড়ি,
সদাই তোমাকেই আঁকড়েই ধরি।
মজুত রইল না- বলা কথারা,
ওদের তুমি দিও গো পাহারা।
********
*****
"৬-১০-২০"