তোমাকে ভেবেই
শম্পা ঘোষ
তুমি পড়বে বলেই
আমার লিখতে বসা
তুমি দেখবে বলেই
আমার মুচকি হাসা।
তোমার দুটি চোখে
যখন আমি থাকি
জমা গল্প আছে
রাতে বলবো বাকি।
সময় যাচ্ছে বয়ে
বড়ই দ্রুত
হাওয়ায় উড়ছে ঘুড়ি
হাতে লাটাই সুতো।
মন যাচ্ছে উড়ে
ঈশান কোণে
হঠাৎ হারিয়ে গেলাম
গভীর বনে।
ভয় একটুকুও নেই
আমার যে আজ
জানি সঙ্গে আছো
তুমি যে রাজ।
আকাশ সঙ্গী হয়ে
সহায় হলো
হঠাৎ একফালি চাঁদ
পথ দেখালো।
কখন হাঁটতে হাঁটতে
ফিরে এলাম
তোমার স্পর্শ লেগে
চমকে গেলাম।
আলো জ্বলছে দেখো
আমার চোখে
যা ছড়িয়ে পড়বে
দিকে দিকে।
ওগো তুমি আমার
সঙ্গে থেকো
আর আদর করে
আমায় ডেকো।
মন বুঝতে পারে
সেই প্রেরণা
তাই তোমায় আমি
আর ছাড়ি না।
*******
*****
***
*