তক্ত
শম্পা ঘোষ
মানবতা আজ লুপ্ত...
শান্তি আছে অভুক্ত
কারা খোঁজে মুক্ত
হচ্ছে দলভুক্ত,
খুঁটি গাঁথে শক্ত
স্বার্থ থাকে যুক্ত
লোভের রসে পোক্ত
জোটে কত ভক্ত,
চুষছে খুশির রক্ত
শৃঙ্খলা তাই রিক্ত
লক্ষ্য ওই তক্ত
রয় না কিছুই গুপ্ত।
*******
****
*
"৪-১০-২৩"