টিয়া ভাবনা হও দিবানা
শম্পা ঘোষ।
হয়তো তুমি নাইবা করো স্বীকার
তোমার মনে নিচ্ছি আমি আকার
সংগোপনে হয়তো মনে মনে
আমার ভাবনায় ভাবছো সর্বক্ষণে
ভাবনাগুলো দিচ্ছে হামাগুড়ি
তোমার বুকে লাগছে সুড়সুড়ি
চোখ বন্ধ ঘুমিয়ে থাকার ভান
আমার তাতে নেইকো অভিমান
ফুল ফোটাবো তোমার মনে বসে
ভ্রমর হয়ে নিঙড়ে নেবো রসে।
হয়তো আমি অনেক দূরে রবো
আমার ভাবনায় আজকে তুমি ভাবো
আকাশ তলে মেঘের কোলে ভাসি
তোমার মুখে ঝরবে কত হাসি
হাঁটছো তুমি অন্ধকারের রাতে
পথ দেখাবো প্রদীপ নিয়ে হাতে।
হয়তো তুমি হোঁচট খেতে পারো
আমার হাতটা শক্ত করে ধরো
একফালি চাঁদ উঠবে গগন তলে
লক্ষ তারা মিটমিটিয়ে জ্বলে
হাত বাড়িয়ে যায় না তারে ছোঁয়া
ভাবনারা সব হচ্ছে ধোঁয়া ধোঁয়া
আস্তে আস্তে মিলিয়ে আমি যাবো
মন যে তোমার নতুন করে ভাবো
টিয়া পাখি ভাবতে ভালোবাসে
শিস বাজিয়ে মুখটি টিপে হাসে।
**************
************
**********
*******
****
**