ঠাহর
শম্পা ঘোষ

কি এমন হলো-
তুমি মুখ ফিরিয়ে নিলে?

     মিতা আর মিত্রের এই অভিযোগ
এখন কাগজে- -কলমে...

এই বিরহ কি দেখা যায়?
   অজান্তে,আড়ালে ফেলছে
        চোখের জল!
জমছে মনে,
  না পাওয়ার ব্যথা
           শব্দ হয়ে ফুটে ওঠে,
     রহস্য তো লুকিয়ে আছে অন্দরে...

জানি না এই বিরহ কি আনন্দের উৎস
                  না হাহাকার?
              উত্তর তো একটাই
বহুদিন শুকিয়ে গিয়েছিলো কবিতার খাতা...

       হয়তো নীরা ও বনলতার মতো
       "মিতা"ও থেকে যাবে ইতিহাসে...

      উপেক্ষা নয় তাই অনুসন্ধানী চোখ
                 মলাট খোলে।

        ***************
            ***********
                *******
                   ****
                      !