তেলের প্রলেপ
শম্পা ঘোষ
প্রত্যেক খেলার একটা পদ্ধতি আছে
শৃঙ্খলা আছে
হার,জিতও আছে,
কিন্তু তেলবাজি...
এর কোনো নিয়মও নেই
শৃঙ্খলা নেই
শুধুমাত্র সময়মত প্রয়োগ...
ভাগ্য ভালো হলে
উপরে উঠতে পারবেন
তার সঙ্গে বুদ্ধির যথাযথ ব্যবহার...
কাকে কখন!
অবিশ্রান্ত প্রলেপের পল প্রলেপ
দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে
কি ভুল বললাম?
ভয় পাবেন না
কলম তো...
তাই লিখেই চলে অবিরত।