টক শো
শম্পা ঘোষ
যুক্তিরা ভাই সদাই খাড়া
হাত নাড়িয়ে কয়,
আমার কাছে অগাধ বিষয়
পাচ্ছো কেনো ভয়?
ফড়িং তখন ফড়ফড়িয়ে
উড়িয়ে দিলো রেস,
হাততালি দেয় বলছে কারা
হচ্ছে বেশ বেশ।
বোলতা এবার হুল ফুটিয়ে
করলো বাজার গরম,
এলার্জি যার বোঝো ঠ্যালা
শুয়ে পড়লো "পরম"।
প্রজাপতিও ভাবনা নিয়ে
রাঙিয়ে তুললো স্টেজ,
তাই না দেখে পাল্টা জবাব
ইঁদুর খেলে মেজ।
পরিবেশের উচ্চ তাপে
সঞ্চালোকও হাসে,
উদ্দেশ্যকে করতে মুখর
দেখবে সকলে বসে।
পয়েন্ট বাড়াতে মাঝে মাঝে
দিচ্ছে এমন খোঁচা,
জবাব দিতে উঠলো এবার
গোমড়া মুখো প্যাঁচা।
সবাই তাকে রে রে করে
করলো প্রতিবাদ,
সাজানো এক গোলক ধাঁধায়
আছে কত ফাঁদ।
চাটতে চাটতে বিড়াল মাসি
বক্তব্য যেই রাখে,
পাশে বসা বোনপো বাঘা
ঘাড় ঘুরিয়ে দেখে।
চোখাচোখির রহস্যটাই
লুকিয়ে রাখা এক কান্ড,
ঘুমিয়ে থাকা সিংহ মশাই
বিবাদ করলো ভন্ড।
গর্জে উঠে বলেন তিনি
কি ছিলো যে বিষয়?
নিজেই নিজের ঢাক পিটিয়ে
করলেন যেনো জয়।
সময়টা যায় পেরিয়ে
পিঁপড়ের হলো না বলা,
ছোট্ট ভেবে সবাই তাকে
করলো অবহেলা।
কেঁচোও দেখি মুখ বাড়িয়ে
বলতে চাইলো কিছু,
গুবরে পোকা লাইন থেকে
একটু আছে পিছু।
চ্যানেল জুড়ে প্যানেল করে
চলছে হুড়োহুড়ি,
ঢেঁকিতে পা দম দমাদম
দাও না সুড়সুড়ি।
ঢং ঢং ঢং ঘন্টা বাজে
সময় হলো খতম,
শুভ রাত্রি বলে এবার
বিদায় নিলো "প্রীতম"।
********
****
**
!
"৪-২-২৩"
অনেক দিন পরে আসরে এলাম।
সকলে কেমন আছেন?
এই কবিতাটি এখানকার"শারদীয়া সমাজ সংবাদ" প্রত্রিকাতে পূর্বে প্রকাশিত হয়েছে।