তালের বড়া
       শম্পা ঘোষ

       দেশের দেখি এ কি হাল
    ঠিক ছাল ছাড়ানো পাকা তাল।
         গন্ধে তার মাছি বসে
      ঘুরছে দেখো আশেপাশে।
      ঝুড়ির উপর ঘষতে থাকো
     কাথ বেরোবে মাখো মাখো।
      গনতন্ত্র আজ ময়দা চালে
     বড়া ভাজবে মেশায় তালে।
       খাচ্ছে দেখি সবাই আজ
       ওরে তোরা আরো ভাজ।
     প্যাচপ্যাচে আজ বর্ষা কথা
      হেজে গেছে ভাবনা খাতা।
        ভুঁয়ো ধরে ছাঁতা পড়ে
       বৃষ্টি দেখি আরও ঝরে।
       ছাতা মাথায় নন্দ ঘোষ
     আঙুল তোলে ওরই দোষ।
      কি বিপদে পড়লো আজ
  ঠিক মাথার উপর পড়লো বাজ।
    আপদ বিপদ কাটবে কেমন
      গিরগিটিরা যেমন তেমন।
        রঙ বদলে বহুরূপী
      লুকিয়ে ছিলো চুপি চুপি।
      কার্য হলো সিদ্ধি লাভ
     ফিরে এসে আবার ভাব।
    ছলের উপর ফলের আশা
    রাজনীতি এক চরম পাশা।
    আজকে যারা ওমুক দল
    কালকে তারা অন্যের বল।
     বাসি বড়াই মজছে মন
      চলো এবার বৃন্দাবন।
   দেশ আছে এক দেশের চালে
     নাচি এবার তালে তালে।
                   !
                সংশ্লিষ্ট
                   !
               তাল নামা
   তাল তেতো হলে বৃথাই যাবে
       সব পরিশ্রম নষ্ট হবে।
       চাখনা দিয়ে দেখে নাও
       আসল স্বাদ যদি পাও।

        ***********
            ******
                !!!
("৬-২৯-২১")