তাজা তাজা লাল গোলাপ
শম্পা ঘোষ
বাজার আজ বড্ড খুশি
লাল গোলাপের রঙ্গতে
ছোটো বড় উঠেছে মেতে
পালতে হবে বঙ্গতে।
বঙ্গ এখন বড্ড ক্রেজি
ভ্যালেন্টাইনস করবে তাই
গোটা বিশ্ব যা ভাবুক না
আমার এখন চকোলেট চাই।
চাওয়ার বোঝা বেড়েই চলে
দোকান ভর্তি চমকদার
লাভার হলে কিনতে হবে
না হলে খাবে ঝাড়।
ঝাড় থাক না মনের ভিতর
আজকে শুধু তোমার কথা
হৃদয় জুড়ে ভালোবাসা
বাতাস ভরা সেই বার্তা।
বার্তা বড় সংক্রামিত
কবে যেন ছড়িয়ে পড়ে
পালন করছে দিনটাকে তাই
কে যেনো কাকে ধরে।
ধরেছে হাত বলছে তারা
দিনটা নাকি বড্ড স্পেশাল
প্রেমিক যুগল মত্ত তাতে
ভালোবাসায় জ্বালাবে মশাল।
মশাল বলতে লাল গোলাপটা
করছে দেখো আদান-প্রদান
একটি গোলাপ হাতে দিয়ে
রাখছে দেখো দিনটির মান।
মান অভিমান থাক না তোলা
আজকে শুধু ভালোবাসা
রপ্ত করে তাইতো মনে
দিনটা হোক দারুণ খাসা।
খাসার গল্পে বীজ বুনেছে
নগর থেকে পল্লী মাঠে
তাজা তাজা লাল গোলাপ
আজ
বিক্রি হচ্ছে গ্রামের হাটে।
**********
********
*****
**
!