তাজা খবর
শম্পা ঘোষ

   তাজা খবর তাজা খবর
    আজকের এই দুনিয়া,
    মিথ্যা নয় সত্যি এটা
    বলছে দেখো সোনিয়া,
      সব ঘটনার পিছনে
     লুকিয়ে থাকে ঘটনা,
       কেউ খুঁটিয়ে তা
      কখনই দেখে না,
     লোকে ভালোবাসে
        কেবল রটনা,
    সত্য চাপা পড়ে যায়
    রাজনীতির আড়ালে,
      খাবার চেটে খায়
        মিনি বিড়ালে,
         সেই রহস্য
        কজনে পারে
           বুঝতে,
        কেউ চায় না
       তারে খুঁজতে,
        জল ঘাটলে
      হবে যে ভুগতে,
   মাঝখানে পড়ে যায়
          দোটানা,
         চারিদিকে
   অশান্তির আবর্জনা,
        জন্ম নিচ্ছে
   শুধু দগদগে ঘৃণা।

    !!!!!!!!!!!
      !!!!!!!!
        !!!!!
          !!