তবুও ভাবো একটাইতো জীবন
                        শম্পা ঘোষ

একটা জীবন কাঁদছে বসে না পাওয়ারই সুখ
        একটা জীবন দেখলো নাকো কাকে বলে দুখ।
একটা জীবন কাটালো শুধু লোককে কাঠি দিয়ে
         একটা জীবন চোখটি বুজে থাকলো শুধু শুয়ে।
একটা জীবন বইয়ের পাহাড় জ্ঞানকে নিয়ে বাঁচে
        একটা জীবন নাম লেখালো মূর্খ হওয়ার ছাঁচে।
একটা জীবন সারা জীবন প্রেমকে খুঁজেই মরে
          একটা জীবন ভালোবাসা দিচ্ছে কেবল ভরে।
একটা জীবন হাসির জন্য খুঁজছে নতুন দল
        একটা জীবন কর্ম করেও পায় না কেনো ফল?
একটা জীবন ফন্দি আঁটে হতে হবে ধনী
         একটা জীবন ধ্যানের ভিতর জেগে ওঠে মুনি।
একটা জীবন লড়াই করে কি যে খিদের জ্বালা
       একটা জীবন সাজিয়ে তোলে বিরিয়ানীর থালা।
একটা জীবন খুঁজেই চলে কোথায় পাবে কাজ
           একটা জীবন দেখিয়ে যায় কেমন তর সাজ।
একটা জীবন হয় ব্যকরণ শব্দগুচ্ছ ভরা
     একটা জীবন ভাব দেখায় যে বেঁচে থেকেও মরা।
একটা জীবন সুগন্ধ ছড়ায় তারই আশে পাশে
           একটা জীবন সব কথাটা ঝেরে নাহি কাশে।
একটা জীবন বলতে চায় অনেক অনেক কথা
   একটা জীবন শোনার মতো নেইকো কোনো দাতা।
একটা জীবন ভাবতে ভাবতে কাটিয়ে দিলো সময়
             একটা জীবন জীবনটাকে করলো স্বপ্নময়।
একটা জীবন চার অধ্যায়ের নামতা আওড়ে চলে
         একটা জীবন আনন্দ পায় স্মৃতির পাতা খুলে।
একটা জীবন জীবন দেখে কি ঘটলো আজ
        একটা জীবন চোখটি বুজে ফুরিয়ে যাবে কাল।
  
"৩-২২-১৮"

             *******************
                   ************
                        *******
                             **
                              !