স্বর্ণচাঁপার কাহিনী
শম্পা ঘোষ

                    গেট দিয়ে ঢুকে,
           বাঁ দিকে দেওয়ালের গা ঘেঁষে
     লাগানো হয়েছিলো,ছোট্ট একটি চারাগাছ
                    বহু যত্ন সহকারে,
            অনেক দিন আগে ভালোবেসে ...

           তারপর কত ঝড় জল গেলো বয়ে
               কখন যে ডালপালা ছড়িয়ে
          নিজের মত করে উঠলো বড় হয়ে...

       এখন ডালে ডালে,সবুজ পাতার কোলে
             রাশি রাশি সোনার বর্ণ ফুলে
                 ফুটে আছে মুখ তুলে...
    
       গাছটি শোবার ঘরের জানালার পাশে
             মাতাল করা চাঁদনী রাতে
        তার সুগন্ধ পাগলা বাতাসে মিশে
              ভরিয়ে তোলে আবেশে...

          একদিন ঘুম থেকে উঠে দেখি
            মাটিতে পড়ে আছে ও কি
       বিশ্বাস করে না আমার দুটো আঁখি
           খুলে  বলছি শোনো বাকি...

     প্রতিবেশীর করাতে গাছটি পেলো আঘাত
     ওর বাড়ির ভিউটা হচ্ছিল না কি ব্যাঘাত
       মনের ভিতর জমানো ছিলো বিদ্বেষ  
          নির্বোধের মত করলো সংঘাত...
                                              
             তাই গাছটি পেলো সাজা
         প্রতিবেশী করুক না যতই মজা
         গাছটি এখনো রয়েছে তরতাজা...
                                              
          নতুন ডালপালাতে ফুল হবে
      বসে আছি দিনটি আসবে আবার কবে
        মধুর গন্ধে চারিদিক ভরে উঠবে।

            ***************
               ***********
                  ********
                     *****
                       ***
                         *