স্বপ্নই বাঁচিয়ে রাখে
শম্পা ঘোষ
এক বিলাসী স্বপ্ন বুনে
রাত্রি করি পার
মন প্রভাতে তানপুরাটা
বাজায় জোরে তার।
তারের ভিতর জড়িয়ে গেছে
আবেগ ভরা সুর
ওগো প্রিয় কাছে এসো
আর থেকো না দূর।
দূরের জ্বালা বড় জ্বালা
হু হু করে মন
তুমি আমার প্রাণের প্রিয়
তুমিই আমার আপন।
আপন আপন কৌশলেতে
জোরসে লাগাম টানি
তুষারপাতে বল্গা হরিণ
যখন তোলে ধ্বনি।
ধ্বনির ভিতর লুকানো থাকে
আদিমতার ছাপ
মৌলিকতা ক্ষয়িষ্ণু আজ
বেরোয় শুধু তাপ।
তাপ অনলে গলছে বরফ
উদ্ধগামী জল
জলের ভিতর সাঁতার দিয়ে
খুঁজতে থাকি স্থল।
স্থল পাওয়া যে বড় কঠিণ
হারিয়ে ফেলিনি আস্থা
বিশ্বাসটা বুকে রেখে
খুঁজে পেয়েছি রাস্তা।
রাস্তার উপর দাঁড়িয়ে আমি
হাঁটছি একা একা
চারিদিকে তাকিয়ে দেখি
মানুষের নেই দেখা।
দেখাটা আজ ভেঙ্গে গেলো
ও যে রাতের বেলার স্বপ্ন
আবার আমি ঘুমিয়ে পড়ি
দেখি নতুন স্বপ্নে মগ্ন।
মগ্নতায় বাঁচিয়ে রাখে
এগিয়ে চলার সুখ
আবার তুমি কাছে এসো
দেখবো তোমার মুখ।
*************
*********
****
!!!
!