স্বাধীনতা এখনো আসেনি ভবে
শম্পা ঘোষ
স্বাধীনতা মানে মুক্তি
এখানে খাটে না কোনো যুক্তি,
যুক্তি খাড়া যদি হয়
প্রতি মুহূর্তে পাবে ভয়,
ভয় দেখালো তবে কারা
যারা যুক্তি করেছে খাড়া?
খাড়া কোরো না তোমার গলা
যেখানে যাবে না কিছু বলা,
বলা মুক্তি হয় না কেনো?
তোমরা সকলেই তা জানো,
জানো বলছি তবে আজ
কাল বদলে যাবে কাজ,
কাজ স্বার্থ নিয়ে চলে
যেখানে ভিড়ছে মাথা দলে,
দলে ষাঁড়ের গুঁতোগুঁতি
কারোর নেইকো কাজে মতি,
মোতি রত্নও হতে পারে
কেউ যায় না সেই ধারে,
ধারে পণ ধরেছে পাশা
খেলায় হারছে শুধু আশা,
আশা করছো তবে কাকে
পদ্ম ফোটে যদি পাঁকে?
পাঁকে আটকে যেতেও পারো
ছাড়ো ওসব তবে ছাড়ো!
ছাড়ো বললেই কি হবে?
স্বাধীনতা এখনো আসে নি ভবে|
*********
******
"জয় হিন্দ"
"বন্দে মাতরম"
"জনগণমন আধিনায়ক জয় হে"
এর ভার নক্ষত্রের সমান
স্বাধীনতা ছোঁয়া যায় না
তার জাজ্বল্যকে করতে হয় সম্মান
এর নেই সীমা নেই পরিমাণ।
"৫-১০-২১"