সুড়ুৎ সুড়ুৎ টান
শম্পা ঘোষ
চোখের উপর চোখটি পরে
মনের উপর মন,
ভালোবাসা চাইছে কবি
খুঁজছে রত্নধন।
খাতায় পাতায় সখ্যতা হয়
করেই চলে ভান,
আঁচল খুলে দেয় উড়িয়ে
কি যে যেনো চান?
কথার কথা শব্দ মালা
গাঁথছে বসে রোজ,
কার উদ্দেশ্যে দেয় যে ছুঁড়ে
পড়ে এবার বোঝ।
গোপন উক্তি পায় মুক্তি
অভিলাষে ভরা,
ভাব-না এখন ভাবের ঘরে
করে নাড়াচাড়া।
কবির-কবি যুক্তি রাখে
আড়ালে আবডালে,
আদান-প্রদান হয় বিনিময়
শাঁস ভরা ওই তালে।
রসের ভিতর চুমুক দিয়ে
সুড়ুৎ সুড়ুৎ পান,
কোন সুতোতে বাঁধছে ঘুড়ি
দিচ্ছে জোরে টান।
পুরোনো স্মৃতি যত্ন ব্যথা
ভাতের মধ্যে ঘি,
তৃপ্তি নেয় গরম ভাতে
কোন আবেগের ঝি?
মতিগতির খস খস খস
আলোচনার স্ফুরণ,
কবি এখন বর্ণনাতে কয়
তার মনের বিবরণ।
********
***
"৬-৬-২১"