সুপার কিড
শম্পা ঘোষ
তুমি,আমি,সে,ও
এই নিয়ে সন্ধী
পৃথিবী হচ্ছে ছোটো
মুঠো ফোনে বন্দী।
গুগলের দৌলতে
সব কিছু জানছে
নিজেকে বিজ্ঞ ভেবে
ব্রেনটাকে শানছে।
টেক্সট বুক খোলে না
লাইব্রেরী বন্ধ
উইকিপিডিয়া আছে যে
বাকি সব মন্দ।
কিছুদিন আগে তো
ছিলো না গো সেল ফোন
কি করে কাটাতো ওরা
মনটা কি ছিলো মন?
প্রেগনেন্ট মায়েরা
ফোন নিয়ে ব্যস্ত
সন্তান হবে তার
সুপারস্টার মস্ত।
পেট থেকে বেরিয়ে
বাচ্চাটা কইবে
ফোনটা আমায় দাও
পৃথিবীটা দেখবে।
খেলনা আর খেলে না
হাতে ধরা যন্ত্র
কান্না যে থেমে যায়
কাজ করে মন্ত্র।
খেলাধূলা করে না
ভিডিও গেম খেলছে
ঘরে বসে সারাদিন
কি যেনো গিলছে?
বাবা মা ব্যস্ত
কাজ করে বাইরে
ছেলে যে হয় বোর
দেখা তার নাইরে।
স্ট্যাটাসটা বাড়াতে
গাড়ি,বাড়ি চাই যে
সুইমিং,সকারে
ছেলেকে যে দেয়রে।
পিয়ানোর ক্লাস আছে
জিমনাস্টিক শিখছে
ভায়োলিনে টুংটাং
আঁকা স্কুলে আঁকছে।
বাবা মা ভাবছে
নিজেরা যা পাইনি
ছেলেকে শেখাবে সব
তাই তারা ছাড়েনি।
ছেলেবেলার আনন্দ
ছেলে আর পেলো না
ওর মত বড় হতে
ওকে কেউ দিলো না।
************
*********
*******
*****
**