সুধা
শম্পা ঘোষ
কলসী ভরা জীবনটাকে কানায় কানায় ভরিয়ে দাও
ভালোবাসার তেষ্টা পেলে গলাটাকে ভিজিয়ে নাও
তেষ্টা মিটলে সুখ পাবে
হৃদয়খানি তোমারই রবে
আর আনন্দকে জড়িয়ে ধরে মনের সুখে গেয়েই যাও।
তেতো
নিন্দুকেরা নিন্দা করে এটাই তাদের স্বভাব
ভালো কিছু পড়ে না চোখে দেখার বড় অভাব
পায় না মনে শান্তি যত
মিষ্টি খেয়ে বলে তেতো
রাগ কোরো না ওদের কথায় দিও না কোনো জবাব।
**********************
*******************
***************
***********
********
!!!!!!!
!!!!
!