শ্রমের লড়াই(মহান মে দিবস)
শম্পা ঘোষ
শ্রম,ঘাম,অন্ন
সবই তো পরিশ্রমের জন্য
তবুও মালিক আর শ্রমিক
আজও রয়েছে ভিন্ন
কিন্তু শ্রমিকের জন্য সময় ছিলো না বাঁধা
তাই তুললো হুঙ্কার ওরা মানুষ, নয়গো গাধা
কিছু আত্মত্যাগ ও বলিদানে জেগে উঠে সকল শ্রমিক
ওদের দাবী মেনে নিতে বাধ্য হলো উঁচুতলার গদির মালিক
শিকাগো তার নজির রাখে
গোটা বিশ্ব সেটাকে মান্য করে
সৃষ্টি হলো মে দিবস
আট ঘন্টা কাজের আপোস।
*****************
**************
**********
*******
***
*