স্মৃতিভরা ইতিকথা (২২৫তম কবিতা)
শম্পা ঘোষ
আমি,তুমি,সে,ও,আর,শুনু,মুনু,কচি
বিকেলের খেলা ছিলো চেনো কানামাছি।
হাসি আর হুল্লোড়ে মেতে ওঠা উঠোন
আজকের দিনে বসে ভেবে চলে মন।
সেই সব সাথীরা কোথায় আছে আজ
ভাবতে ভাবতে আমি ভুলে গেছি কাজ।
আজ আরী কাল ভাব হতো দিনরাত
সব কিছু ভুলে গিয়ে মেলাতাম হাত।
কত যে সহজ সরল নিষ্পাপ প্রাণ
স্মৃতির আনন্দে মন কেনো করে স্নান।
ছোটোরা ভাবে কি বসে কবে হবে বড়
সময়টা লুটে নিয়ে স্বাদ করে জড়ো।
বড় হয়ে খুঁজে চলে কাঁচামেটে আম
জিভ তাই স্বাদ পেতে দেয় তার দাম।
স্মৃতিটা রসালো শুধু পড়ে যায় রস
বলতে বলতে মুখে ব্যথা হয় কস।
আজকের দিনগুলো নেই কিগো ধার
অতীতটা ফিরে পেতে চাই বার বার।
ছটফটে মন হবে শরীরটা চাঙ্গা
তেজ ধরে বলবে সে কোরো নাকো পাঙ্গা।
জীবনটা বইছে ধীরে ধীরে বিয়োগে
আগামীটা কি হবে সন্দেহের নিয়োগে।
আজ বড় কোলাহল মন তবু শূন্য
সব আছে নেই তবু কেনো মন ক্ষুন্ন।
পারদের মত মন উঠবে নামবে
স্মৃতিভরা কুয়াশা নানাভাবে জমবে।
হাতছানি কেনো দেয় সেই স্মৃতিগুলো
মনেতে লেপটে থাক স্মৃতিমাখা ধুলো।
****************
***********
******
***
!