সৃজন বার্তা
শম্পা ঘোষ
ফুসফুসেতে দমটি নিয়ে
এগিয়ে চলো সামনে দিয়ে
কলকলিয়ে পড়বে ঘাম
সময় বলবে একটু থাম
ঝরা পাতা হাওয়ায় উড়ে
স্মৃতি হয়ে সবই দূরে
গাছটি তবুও আছে খাড়া
সবুজ পাতা দেবে সাড়া
নিঃশ্বাস নাও প্রাণটি খুলে
মাথাটাকে একটু তুলে
বাত্যা বয়ে আসে যখন
শান্ত থাকা যায় না তখন
সংঘাতরা মুষ্টি বাঁধে
ফেলতে চাইবে অন্ধ ফাঁদে
মাটির বুকে আঁকড়ে ধরা
বিপাক থেকে উঠতে পারা
আকাশ তলে দাঁড়িয়ে থাকা
আনন্দটা মুখেই ঢাকা
জলের ছিটা গায়ে মাখো
সজীবতায় ভরিয়ে রাখো
সৃষ্টি হবে নতুন ফুলের
গল্প বলবে আদি মূলের।
***************
************
*********
******
ঁঁঁঁঁ
ঁ