সোনার মুখে হাসি
শম্পা ঘোষ
আমার আনমনে এক বিকেল
যেখানে পাখির কলতান
প্যাটিওতে বসে আছি একা
কানে ভেসে আসে মৃদু গান।
আমার আনমনে এক বিকেল
শৌখিন চেয়ার এলিয়ে গা
দামী কাপেতে ধোঁয়া উঠে
চুমুকে চুমুকে খাচ্ছি চা।
আমার আনমনে এক বিকেল
বাগানে ফুলে ফুলে সমারোহ
প্রজাপতিরা ঘুরছে হেথায় হোথায়
মধুর টানেই তাদের মোহ।
আমার আনমনে এক বিকেল
আকাশ নীলে নীলে যত ভরা
প্লেনটা যাচ্ছে উড়ে দেখি
মনটা হয় যে উদাস হারা।
আমার আনমনে এক বিকেল
লেকের জল করে থই থই
কত হাঁস ভেসে চলে
চেনা পাখিটি আসেনি কই।
আমার আনমনে এক বিকেল
বাতাস ধীরে ধীরে আজ বয়
গাছেরা দাঁড়িয়ে আছে পাশে
তারাও কি যেন আমারে কয়।
আমার আনমনে এক বিকেল
কখন কাছে এসে তুমি বসো
মুখে ঠোঁটটি টিপে বলো
ওগো একটু কাছে এসো।
আমার আনমনে এক বিকেল
মুছে গেলো আনমনা
খুশিরা খাচ্ছে লুটোপুটি
তুমি ডাকছো আমাকে সোনা।
আমার আনমনে এক বিকেল
এবার হয়ে উঠে চনমনে
সুখটা নিচ্ছি আদর করে
মন বলে আর কিছুই ভাবিস নে।
*******************
****************
*************
*********
*****
**
*