সম্প্রীতির আবীর মাখো গায়ে
শম্পা ঘোষ
শীতের শেষে
ফাগুন আসে
গরম থাকে একটু পাশে।
ঠোঁটের ডগায় মুচকি হাসি
পলাশ ঝরে পড়ছে রাশি
বলছে ওগো ভালোবাসি।
রঙে রঙে রাঙিয়ে দিলে
স্পর্শ করে কখন ছুঁলে
টানছো ধরে মাথার চুলে।
বন্ধু,সখা সবাই আপন
খুলে দেখো মনের গোপন
আর রেখো না ভুলের ঢাকন।
দোল,দোল উৎসবে আজ
আবীর মাখা মুখেতে লাজ
চারিদিকে আনন্দের সাজ।
রঙ যে কখন লাগে মনে
আগুন লাগে ফাগুন বনে
মেতে ওঠো সবার সনে।
প্রাণে গানে রঙের খেলা
জীবন খোঁজে খুশির মেলা
থেকো না কেউ আজ একেলা।
পালন করো যে যার মত
অশুভ সব হোক না গত
সম্প্রীতির আবীর মাখো যত।