সময়টা কাদের দখলে
শম্পা ঘোষ

  আকাশ যেমন মাথার উপর
      পায়ের নিচে মাটি
    উপরটা যে শূন্যে ভরা
        পাই না হাতে
তাই রাগ দেখাই মাটির উপর
        করি লাঠালাঠি
   ভেঙে ভেঙে টুকরো করা
     ঘষি জোরে পা তে
জ্বালাই আগুন মনের ভিতর
       অভিসন্ধি আটি
  পুড়ছে ঘর পুড়ছে সব
     প্রতিঘাতে মাতে
অন্ধ বিবেক দেয় না নজর
    খুঁজছে তেমন জুটি
দুইয়ে দুইয়ে পোয়া বারো
   লাফায় সাথে সাথে
গুজব নয় গো আস্ত খবর
      করছে চাটাচাটি
নিজের গোলায় ফসল ভরা
   অন্যকে মারে ভাতে
তারাই দেখো পায় যে কদর
     দোষে ভরা ত্রুটি
  দম্ভ নিয়ে গলা হাঁকায়
   ক্ষমতা আছে হাতে
সময়টাকে করছে ধূসর
  নাচায় চোখের ভ্রুটি
দাপট দেখায় আধিপত্যের
    ভয় পায়না তাতে
থাকবে ওরা বছর বছর
    ধরবে গলার টুঁটি
ভালো মানুষের জীবনটা আজ
   লাগছে দাঁতে দাঁতে
করবে কেবল বকর বকর
     হাতে নিয়ে বাটি
ভবিষ্যতের কথা ভেবে
    কাঁদবে শুধু রাতে
দাসত্বে টুকরো পাঁজর
  নেইকো কোনো খুঁটি
   কর্তৃত্বে জবর দখল
নিরীহরা নিঃস্ব ভবের হাটে।

   ************
      ********
          ****
             *