সময় যে ওয়ান ওয়ে
শম্পা ঘোষ

হাজার আলোর রোশনাই নিয়ে
  কাল কে করবো বরণ
আজ আর অতীত যাবে সরে
     কখন হবে ক্ষরণ।

মহল বসাবো আগামী দিনের
     নতুন শপথ নিয়ে
হাসি আনন্দে জীবন ভরুক
  উঠবো সকলে গেয়ে।

সময় একটা ঘড়ির বদল
কাঁটায় থাকে না বাধা
সুখ দুঃখের পুটুলি ভরা
  স্মৃতির একটি ছাঁদা।

এই তো নিয়ম মানতে হবে
     যতই করো রাগ
   সময় যে যাবে বয়ে
    অন্যে নেবে ভাগ।

ওয়ান ওয়ে রাস্তা কেবল
   শুধুই সামনে চলা
ফেরার কোনো রাস্তা নেইগো
ইতিহাসে থাকবে তোলা।
                                                            

আসরের সকল সদস্য কবি বন্ধুকে জানাই নতুন বছরের রোশনাই ভরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের শ্রদ্ধা ও প্রণাম।