সময় বদলে দিলো(কথার ঝুড়ি)
শম্পা ঘোষ
কি অদ্ভূত এক সময়...
কড়াই ব্যবহার হত রান্নার জন্য,
তাকে নাড়তে খুন্তি লাগতো,
ধরতে সাঁড়াশি,
হাতা,ডাবু,ছাকনার কথা না হয়-
ছেড়েই দিলাম...
কিন্তু এখন ওই যে ননস্টিক প্যান,
সে একাই কাজ চালিয়ে নিতে পারে...
এর থেকে কি বুঝলেন?
আগে কড়াই সবাইকে নিয়ে বাঁচতো-
যতই ঠোকাঠুকি হোক না...
আর এখন ননস্টিক সে কি আহ্লাদি,
তার গায়ে আঁচড় কাটতেই দেয় না,
সে একাই থাকতে ভালোবাসে...
সময় বদলে দিলো
কখন কিভাবে?
********
****
!
("৬-৪-২০")