সময় আসছে কিসের
শম্পা ঘোষ
বিবরণ দিতে গেলেই
একটা আস্ত আবরণ
সামনে এসে হামলে পড়ে...
না...শোনার ব্যস্ততা
আর শর্টকাট পদ্ধতি
আজ সকলের নজরে ধরে...
পরিবর্তনের উড়ো চিঠি
আছে খোলা খামে
ঘুরছে মুখে মুখে...
বস্তু,বিষয় উপোষ করে
না ঘাম ঝরালো
আছে কি আদও সুখে?
কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি
সকল চাহিদা মেটাবে
ভবিষ্যতের এ এক উল্লাসের উত্তাপ...
যন্ত্র আর প্রযুক্তির প্রভাবে
সংবেদনশীল হৃদয় হবে শুষ্ক
সমগ্র মানবজাতির হবে আশীর্বাদ না অভিশাপ?
আদিম থেকে আধুনিকতা
ভাঙ্গা গড়ার এই মান্যতা
বিস্ফোরকের মতই প্রখর...
পাগলা ঘোড়া করে চিঁ চিঁ
লাগাম ধরো লাগাম ধরো
কই উঠলো নাতো একবারও উচ্চস্বর?
শৃঙ্খলার বাঁধন ভেঙ্গে
কোন সে স্বাধীনতা
আসছে ধেয়ে দ্রুত?
কি ভয়ঙ্কর হবে পরিবেশ
মানুষ তখন অন্য প্রাণীর মত
খোঁড়া গর্তে হবে অবনত।
*************
******
***
!
"৪-৪-২৩"