টাকা নিয়ে কাড়াকাড়ি
         হচ্ছে মানুষ ছাড়াছাড়ি,
ভায়ে ভায়ে বাড়ছে বিভেদ
     মনেতে নেই একটুও ক্ষেদ,
জিনের কোনো নেইকো প্রভাব
      বাবা মায়ের শান্ত স্বভাব ,
ভ্রূণটি কেনো উঠলো ক্ষেপে
       জন্ম নিয়েই ধরলো চেপে,
আমার আমার সবই আমার
         তোমার জন্য শূন্য খামার,
ভাই যে বড় বদমেজাজী
     একটুকুতে হয় না রাজী
সবটুকু সে নেবেই কেড়ে
      ভয় দেখিয়ে গায়ের জোরে,
মারামারি হানাহানি
        লোক বাহুবল জানাজানি,
মামলা করে আদালতে
        টাকা ছড়ায় দুটি হাতে,
বাবা,মায়ের হলো বিপদ
        গীতা ছুঁয়ে করলো শপথ,
আদালতের কাঠগোড়াতে
        উকিল বাবুর সব জেরাতে,
কোন পক্ষ নেবে তারা
         কেউ দেখেনা তাদের যারা?
শুকিয়ে গেছে চোখের জল
          মনেতে আজ অসীম বল,
ধর্মাবতার বলছি শুনুন
         দেশের এই আইন কানুন,
দাঁড়িপাল্লায় যাই কি মাপা
          যে সম্পর্ক শুধুই ফাঁকা?
সম্পত্তি বিভেদ বাড়ায়
         কাছের লোককে দূরে সরায়,
পিতা মাতার সকল পুঁজি
         ভাগ করে নেয় দুটো পাজি,
হম্বিতম্বি করলো তারা
          বাবা,মা আজ গৃহছাড়া,
চোখের জলে পড়লো ফোঁটা
        বিঁধলো বুকে অনেক কাঁটা,
হাঁটতে হবে আরেকটু পথ
         খুঁজতে থাকে শান্তির রথ,
এবার তারা করবে জমা
          শান্তি ভরবে ধামা ধামা।


     ***************
          **********
              ******
                 ***