সব খাঁটি
    শম্পা ঘোষ

ভড়ং এর ঠাসাঠাসি
ঢাক আছে নেই কাঁসি
মাদকতায় হয় দাসী
আজ আছে কাল বাসী।

ফুড়ুতের ছলাকলা
ঘোর কলি এ কি জ্বালা?
মন ঘরে নেই চালা
মারো লাথ বোঝো ঠেলা।

বিবেকের নেই দাম
মেরে ধরে করে কাম
কিবা ডান কিবা বাম
কারে তুমি নেবে নাম।

কনকনে ঠান্ডা
হাতে ধরে ঝান্ডা
গুটিকয় পান্ডা
মুখে ভরে মন্ডা।

নেমে আসে সন্ধ্যা
চারিদিকে মন্দা
করে চলে ধান্দা
মুখ ঢাকে বান্দা।

নোট ভরে আধিকারী
কত কত গাড়ি,বাড়ি
চোখ ঢাকে তাড়াতাড়ি
সানগ্লাসে বাড়াবাড়ি।

ক্ষয় ধরা সমাজটা
আজগুবী নয় এটা
ভয় পায় গায়ে কাঁটা
দুর্গতির ঘনঘটা।

কান বলে কি করি
চোখ বলে মরি মরি
করবো না কিছু আড়ি
মাথাটায় হয় ভারী।

ভাবনারা মারে চাটি
ওল্টায় দম বাটি
দেখি তাই সব খাঁটি
এমন কি ধুলো মাটি।

    *******
        ***
   "৭-১৪-২২"