সমূহ
শম্পা ঘোষ
সম্ভ্রান্ত সমাচার
কেনো নির্বাক?
নকল বার্তায় আজ
বাজায় যে ঢাক।
পরিক্লান্ত মতবাদ
পরিচয় হীন,
সাপের ফনায় খেলা
ফুঁ দেয় বীন।
কান নেই,মান নেই
দৃষ্টিতে ভুল,
মরা নদী বয়ে চলে
হেফাজতে কূল।
দুর্জন দূর্নীতি
কড়কড়ে নোট,
সুড়ঙ্গ পাতালের
নরকের জোট।
আগডুম,বাগডুম
সেজে ওঠে খেলা,
চামচিকি পিলপিল
কত নেবে চেলা?
ঝঙ্কার তুলে দেয়
নাটকের রূপ,
সব ব্যাটা সাজানো
কৌশলে চুপ।
********
****
*
"১০-২ ২২"