শিক্ষার প্রসার
শম্পা ঘোষ

এটেনডেন্স বড্ড পুয়োর
            মাস্টারমশাই হয়েছে শিওর
এ ব্যাটা করবে ফেল
              বুঝবি তখন আসল খেল!
ক্লাসের নেইকো মাথা
              রোল নাম্বারে ভরছে খাতা
মাস্টারমশাই তাতেই খুশি
             বেরুক না যতই ভুসি!
মিড ডে মিলটি পেলে
                      মুখেতে হাসি খেলে
মাস্টারদের হয়েছে হাল
                খুঁজতে থাকে খাবার চাল!
বড়লোকের ছেলে হলে
                       যাবে যে অন্য স্কুলে
জ্ঞানভারতীর ছড়াছড়ি
                   লেগে গেছে কাড়াকাড়ি!
তুলতুলে বাচ্চাগুলো
                     মোছাবে শিক্ষার ধুলো
বাবা মায়ের কি টেনশন
                     পয়সা দিয়ে এডমিশন
কম্পিটিশন বাড়িয়ে ফেলে
                     বোঝা বয় বাচ্চা ছেলে!

                                                                                
আজকের লেখাটিতে কিছু ইংরেজী শব্দ ব্যবহার করেছি।