শুধু এলার্জিতে চুলকে মরো
শম্পা ঘোষ
সংজ্ঞা আর খুঁজি না,
উপমারা উপবাসেই রয়ে গেলো,
তুলনা করবো কিসে?
যেখানে মূখ্য ভূমিকারা বড়ই নড়বড়ে!
রক্তশূন্য সব সংলাপ,
দাঁড়াতেই পারলো না মাথা তুলে...
ওদিকে নিয়ন্ত্রণের বেড়াজালে
গরল আইভির লতারা
লকলকিয়ে বেড়ে উঠেছে,
কে পাশ কাটিয়ে যাবে কোথায়?
ওরা গা ছুঁয়ে যাবেই,
এবার মরো না চুলকে...
উপশম নেই,
শুধুই জ্বলুনি!
সইতে পারার ধৈর্য্য হারিয়ে যাচ্ছে ...
উপহাসের ফোসকারা এতই নির্লজ্জ
টোপা কুলের মত জানতে অজান্তে
ফুলে ওঠে...
কোনো অ্যান্টিহিস্টামিনই কি কাজ হবে?
এক রকম ঘুম পাড়িয়ে রাখার ফন্দি,
চোখ খুললেই বিভ্রাট...
এলার্জির রহস্যটাই বোধগম্য হলো না!
রূপ নিলো চূড়ান্ত ভাবে,
শাখা-প্রশাখায় ছড়িয়ে গেলো,
শ্বাস বায়ূ নেওয়া বড় কষ্টের-
শুধু দম বন্ধ হয়ে যায়...
এ কেমন পৃথিবী?
কে করলো একে দূষিত?
আজ সবাই নিশ্চুপ।
!!!!!!!!!!!
*****
!
"২-৬-২২"